শিবগঞ্জে শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:১০
শিবগঞ্জে শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন’২৪ (২০২৫-২০২৭খ্রি.) সম্পন্ন হয়েছে।


২৮ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মো. শাহিনুর রহমান (শাহিন)।


তিনি জানান, নির্বাচনে কমিটির প্রতিটি পদে একাধিক প্রার্থী না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ।


সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মেসার্স কাফি ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ মো. ইউসুফ আলী।


এছাড়া সিনিয়র সহসভাপতি পদে ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শওকত আলী, সহসভাপতি পদে আলম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. কেতাবুল আলম, সাধারণ সম্পাদক পদে সেঞ্চুরী টেইলার্সের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান মৃধা (চাঁদ), সহ-সাধারণ সম্পাদক পদে মেসার্স ভাই ভাই ফল ভাণ্ডারের স্বত্বাধিকারী মো. কাউসার আলী, কোষাধ্যক্ষ পদে মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হাফিজুর রহমান (সুমন), প্রচার সম্পাদক পদে মেসার্স রুহুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রুহুল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নবিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পদে মেসার্স এস.এ. অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. আব্দুল আখের, ধর্মীয় সম্পাদক পদে মান্নান কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী মো. মোহাম্মদ আব্দুল মান্নান, কার্যনির্বাহী সদস্য পদে সানমুন টেইলার্সের স্বত্বাধিকারী মো. জিল্লার রহমান, একই পদে মেসার্স বুশরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ইয়াহিয়া, একই পদে মেসার্স রুবেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রবিউল ইসলাম (রুবেল), একই পদে মেসার্স ন্যাশনাল ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. ইমরান আলী ও একই পদে মেসার্স পদ্মা ফার্মেসির স্বত্বাধিকারী মুহাম্মদ আল হেলাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


বিবার্তা/লিটন/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com