
পাবনার আমিনপুর থানার জাতসাকিনী ইউনিয়নের নান্দিয়ারা গ্রামে সাবেক ফরেস্ট রেঞ্জার বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। থানায় অভিযোগ দেওয়ার পরেও নিরাপত্তা আর শঙ্কার মধ্যে দিন কাটছে পরিবারসহ এলাকার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা সাবেক ফরেস্ট রেঞ্জার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের বাড়িতে একটি ঘরে আগুন জ্বালিয়ে দেয়। বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা টের পেয়ে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বলেন, দেশ স্বাধীনের পর ২৮ বছর সরকারি চাকরির কারণে এলাকার বাইরে থাকতে হয়েছে। আমার কোনো শ্রেণি, শত্রু বা প্রতিপক্ষ নেই। ৫ আগস্টের পরের দিন আমার বাসায় হামলা করা হয়। এরই রেশ কাটতে না কাটতেই ২২ ডিসেম্বর আগুন দেওয়া হয়। তিনি বলেন, পুলিশ প্রশাসন খবর পেয়ে আইনি সহায়তা করছেন।
জাতসাখিনী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. হেলাল উদ্দিন, সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, সাবেক বিডিআর সদস্য বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুস সাত্তার বলেন, মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি। আমরা রাষ্ট্রের সম্পদ। কোন দল বা গোষ্ঠীর নয়। আমাদের নিরাপত্তা দেবে রাষ্ট্র। কিন্তু আজ আমাদের জীবনের নিরাপত্তাহীনতা, শঙ্কা, হুমকি, ধামকি ও আতঙ্কের মধ্য সময় অতিবাহিত করতে হচ্ছে।
গত এক সপ্তাহে কয়েকটা বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। শারীরিকভাবে আঘাত করা হচ্ছে। আমরা রাষ্ট্রের কাছে সকল ধরনের নিরাপত্তা দাবি করছি।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি টহল জোরদার করা হয়েছে। কারা এ ধরনের কর্মকাণ্ড করছে পুলিশ প্রশাসন তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবে। আমরা অপরাধী ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি।
বিবার্তা/পলাশ/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]