বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদকে ইসলামপুরে সংবর্ধনা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৬
বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদকে ইসলামপুরে সংবর্ধনা
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সাসটেইনেবল এন্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) এর নব-নির্বাচিত সভাপতি মোস্তফা আল মাহমুদকে জামালপুরের ইসলামপুরে মোস্তফা আল মাহমুদ ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।


২৮ ডিসেম্বর, শনিবার দুপুরে ইসলামপুর শহরের হাসপাতাল রোডে অবস্থিত মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট কার্যালয়ে মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ারিং আলমগীর কবীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুরে কৃতি সন্তান বাংলাদেশ সাসটেইনেবল এন্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) এর নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোস্তফা আল মাহমুদ।


বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বিশিষ্ট ব্যবসায়ী মাহামুদুল্লাহ, হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল সিনান, শিক্ষার্থী অভিভাবক খোরশেদ আলম, মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান, শিক্ষার্থী ইরাসহ অনেকেই বক্তব্য রাখেন।


সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা আল মাহমুদ বলেন, ‘আমাদের দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও প্রয়োজনীয়তা ব্যাপক। এই খাতকে আরও এগিয়ে নিতে যারা আমাকে (বিএসআরইএ) এর সভাপতি দায়িত্ব দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সবার সহযোগিতা পেলে এই দায়িত্ব পালনে আমি সর্বদা সচেষ্ট থাকব। সকলের সকলের পরামর্শ, সমর্থন এবং সহযোগিতায় আমরা দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব বলে আশা করি। আমি এমন কাজ করতে চাই যে, সারাদেশে সোলার সিস্টেমের মাধ্যমে ডলার সেইফ হবে, দেশের রিজার্ভ বাড়বে। দেশের সুনাম হবে। ইসলামপুরের সন্তান হিসাবে আমাকে আজ আমার প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান মোস্তফা আল মাহমুদ ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পক্ষ থেকে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে, আমি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি সব সময় দেশের বেকার সমস্যা ও যুব সমাজের উন্নয়নে ও এই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাব।’


ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্দেশ্য মোস্তফা আল মাহমুদ বলেন, তোমাদের সাহস রাখতে হবে, নিজেরা কর্মক্ষম হও। এখানে শুধু ফ্রিতে কম্পিউটার প্রশিক্ষণ নয়, একদিন এখানে রোবট তৈরি কারখানা হবে। আমার উদ্দেশ্য মানুষের ভাগ্য উন্নয়ন করা, মানুষের কল্যাণে কাজ করা।


যুব সমাজ ও বেকাররা যে কাজ করলে নেশা ও মাদক থেকে দূরে থাকবে সে কাজ আমি তোমাদের জন্য করতে চাই। প্রয়োজনে আমি ইন্সটিটিউটের জায়গায় আরও সম্প্রসারণ করবো, যাতে সারাদেশ থেকে শিক্ষার্থী এখানে এসে শিক্ষা অর্জন করতে পারে।


উল্লেখ্য যে, বিশিষ্ট সমাজসেবক মোস্তফা আল মাহমুদ গত কয়েক দিন আগে ঢাকায় দ্বিবার্ষিক নির্বাচনে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য সোলার সিস্টেম শক্তি সমিতির বিএসআরইএ সভাপতি নির্বাচিত হন।


বিবার্তা/ওসমান/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com