মান্দায় ইমারত নির্মাণ শ্রমিকদের সাথে ইউএনও'র মতবিনিময়
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪:২৪
মান্দায় ইমারত নির্মাণ শ্রমিকদের সাথে ইউএনও'র মতবিনিময়
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর মান্দায় ইমারত নির্মাণ শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া।


২৮ ডিসেম্বর, শনিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক নেতৃবৃন্দ ও ইমারত শ্রমিকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।


এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী জাকারিয়া শাহ সাজু ব্যবস্থাপনা পরিচালক (প্লানিং ডিজাইন কনস্ট্রাকশন এন্ড কনসালটেন্ট)।


সভায় ইমারত নির্মাণ আইন ১৯৫২, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ (বিএনবিসি) এবং ইমারত নির্মাণ বিধিমালা - ১৯৯৬ সহ অন্যান্য প্রচলিত বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয়।


মতবিনিয় সভায় উপস্থিত ছিলেন, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, কসব ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম সদস্য সচিব মান্দা উপজেলা ইমারত নির্মাণ কমিটি, ফায়ার সার্ভিস ইনচার্জ (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম, মান্দা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মহির উদ্দিন জহির, সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।


বিবার্তা/আপেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com