
নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের আগামী ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে অধ্যক্ষ মো. হারুনূর রশিদকে সভাপতি এবং সাহাজুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকেলে প্রেসক্লাব ভবনে এই কমিটি ঘোষণা করেন বর্তমান প্রেসক্লাব সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন।
এদিন সকাল ১০টায় থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর পর বিকেলে প্রেসক্লাবের বর্তমান সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলনের সভাপতিত্বে ২০২৫-২৬সালের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটিতে দৈনিক সংগ্রাম ও সাত মাথা পত্রিকার রাণীনগর প্রতিনিধি অধ্যক্ষ মো. হারুনূর রশিদকে সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার রাণীনগর প্রতিনিধি সাহাজুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে কাজী আনিছুর রহমান ও মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ বাশার চঞ্চল ও জুনায়েদ রহমান চন্দন, অর্থ সম্পাদক হারুনূর রশিদ, দপ্তর সম্পাদক আফজাল হোসেন,প্রচার সম্পাদক আবু সাঈদ চৌধুরী এবং কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মো. ওহেদুল ইসলাম মিলন,শাহরুখ হোসেন আহাদ,এসএম সাইফুল ইসলাম ও সাইফুল ইসলাম শাহীনকে নির্বাচিত করা হয়।
বিবার্তা/সাহাজুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]