
পাবনার সাঁথিয়ায় রাতে বাড়ি থেকে হয়ে যাওয়ার পর সকালে বাবু হোসেন (৩৮) নামে এক নছিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে উপজেলার বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাবু উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামের শহিদুর রহমানের ছেলে। পেশায় তিনি একজন শ্যালোইঞ্জিন চালিত নছিমন চালক।
নিহতের স্ত্রীর বরাত দিয়ে বাবুর ছোট ভাই মনিরুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ১১টার দিকে আরেক নছিমন চালক আব্দুল ওহাব ফকির মোবাইল ফোনে বাবুকে ডেকে নিয়ে যায়। তারপর রাতে আর তিনি বাড়ি ফেরেননি।
সকালে বারোয়ানি ক্যানেলের পাশে পেঁয়াজের জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের চাচাতো ভাই অনিক হাসান বলেন, ‘রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি ভাবীকে বলে গেছেন ওহাব ফকির তাকে ডেকেছে, সেখানে যাচ্ছে। তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু তিনি আর ফেরেন নাই। সকালে তার লাশ পাওয়া গেলে। আমাদের ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং ঘটনার সাথে ওহাব ফকির জড়িত আছে। কারণ ঘটনার পর থেকে ওহাব ফকির পলাতক। তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।’
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘কীভাবে কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বোঝা যাবে তার কীভাবে মৃত্যু হয়েছে। তারপরও এই মৃত্যুর ঘটনা ও ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে পুরো বিষয়টি তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা সম্ভব হবে।’
বিবার্তা/পলাশ/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]