শিরোনাম
চাঁপাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৫:২৬
চাঁপাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘দোষারোপ নয় দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’ প্রতিপাদ্যে শোভাযাত্রা ও সমাবেশের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।


ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়ক ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৩ সাল থেকে দেশব্যাপী আন্দোলনকারী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা দিবসটি পালন উপলক্ষে শনিবার বেলা ১১টায় শহরের শহীদ সাটু হলের সামনে থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে এসে শেষ হয়।



পরে কলেজের আম্রকাননের নিচে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের জেলা সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিক হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, দুর্ঘটনা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রানু, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মঞ্জুর রেজা, চর মোহনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিআরটিএ প্রতিনিধি আশরাফুল ইসলাম, পুলিশ প্রতিনিধি শহর উপপরিদর্শক (টিএসআই) আমির হোসেন, প্রগতিশীল নারী সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’র সোনিয়া খাতুন, শিক্ষক আলী উজ্জামান, শিক্ষার্থী আব্দুল মজিদ প্রমুখ।


বক্তারা এ সময় বলেন, যেভাবে সড়ক দুর্ঘটনা বাড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক। সড়ক যেন আজ মৃত্যুফাঁদ। দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কোনো কোনো পরিবারকে নিঃশেষ করে দিচ্ছে চিরতরে। এ অবস্থা মেনে নেয়া যায় না। সংশ্লিষ্ট সকল পক্ষের সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো যায়। সবাইকে সড়কে চলাচলের নিয়ম জানতে হবে। সড়কের বিধি বহির্ভূত ব্যবহার ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ করতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেই অনেকাংশে দুর্ঘটনা রোধ সম্ভব। অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।


বিবার্তা/জাকির/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com