
বাগেরহাট সদরের ষাটগম্বুজ ইউনিয়নের ৩০টি সরকারি খাল অবমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২৫ ডিসেম্বর, বুধবার দুপুরে এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে বলা হয়, ষাটগম্বুজসহ বাগেরহাটের বিভিন্ন এলাকায় সুপেয় পানির জন্য হযরত খানজাহান আলী (র:) কয়েকশত দীঘিসহ কয়েক হাজার খাল খনন করেছিলেন। তবে সময়ের বিবর্তনে এখন এসব সরকারি খাল দখল করে চিংড়ি চাষ শুরু হয়েছে। প্রভাবশালী চিংড়ি চাষিরা ষাটগম্বুজ ইউনিয়নের ৩০টি সরকারি প্রবহমান খাল দখল করে মাছ চাষ করছে। দ্রুত খাল অবমুক্ত করার দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা।
মানববন্ধনে ষাটগম্বুজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাসেল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রজ্জব আলী আকুঞ্জি, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী নিরোধ বিহারী মৃধা, মোজাম শেখ, পিযূষ কুমার নাগ, বাবু সত্যরঞ্জন, অর্ণব মিস্ত্রি, শেখ ইমরান, ইশিতা দেবনাথ প্রমুখ বক্তব্য দেন।
বিবার্তা/রাজু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]