
দিনব্যাপী নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে কবি সাহিত্যিকদের ব্যতিক্রমী সংগঠন ‘হৃথিবী রথ’ এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ২৫ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে সারা দিনব্যাপী আলোচনা সভা, জাতীয় সংগীত পরিবেশন ও গুণিজন সম্মাননা দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ‘হৃথিবী রথ’ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও আহ্বায়ক আনিফ রুবেদের আয়োজনে ওকথা সাহিত্যিক ইহান আরভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও ডেইলি স্টারের সাংবাদিক ইমরান মাহফুজ।
বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা উপ-সহকারী প্রকৌশলী ও কথা সাহিত্যিক মো. জিল্লুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ও কথা সাহিত্যিক ডা. মামুন হুসাইন, কথা সাহিত্যিক এপিএম গোলাম মাহবুব, সৈকত আরিফিন, মোস্তফা তারিকুল আহসান, উদয় শংকর বিশ্বাস, শফিক আজিজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও কবি মাহবুব আলম (গম্ভীরা নানা), মো. মানি রহমান (গম্ভীরা নাতি), সাংবাদিক ও লেখক মো. জোনাব আলী, শিক্ষক মো. মারুফুল ইসলাম, কবি আল বসরী সোহানসহ দুই শতাধিক কবি সাহিত্যিক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশরাফুল ইসলাম, কবি তমাল দীপ্তক ও কবি সুজান সাম্পান। অনুষ্ঠানে ২৭ জন বিশিষ্ট কবি সাহিত্যিককে সংগঠনের লোগো সংবলিত উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ২৮ জনকে বই দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
‘হৃথিবী রথ’ সংগঠন’র প্রতিষ্ঠাতা কবি সাহিত্যিক আনিফ রুবেদ জানান, সংগঠনটি দশ বছর পাড় করলো। কবি নানা কার্যক্রম পরিচালনা করে। স্বেচ্ছায় রক্তদানের মধ্যদিয়ে সংগঠনটি ২০১৪ সালের বিজয়ের মাস ডিসেম্বরে যাত্রা শুরু করে।
সমাপনী বক্তব্য ও সকল কবি সাহিত্যিক এবং অতিথিবৃন্দ গান গাইতে গাইতে অরণ্য প্রস্থান করেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]