
বড়দিন উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
২৫ ডিসেম্বর, বুধবার সকালে তিনি মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন কালে ধর্মযাজকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তাদের প্রতি আরএমপির পক্ষ থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এরপর তিনি বড়দিন উপলক্ষ্যে সকলকে সঙ্গে নিয়ে কেক কাটেন। এসময় গির্জাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছিল। উপস্থিত সবাই পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা সংক্রান্ত উদ্যোগকে সাধুবাদ জানান।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, আরএমপির মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মমিনুল করিম, শাহ মখদুম ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এটিএম মাইনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
বিবার্তা/মোস্তাফিজুর/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]