১৪ কোটি টাকা নিয়ে উধাও, দুই মাস পর এনজিও মালিক আটক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৪১
১৪ কোটি টাকা নিয়ে উধাও, দুই মাস পর এনজিও মালিক আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জে নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নামের একটি ভুয়া এনজিও মালিক বিরুদ্ধে গ্রাহকের প্রায় ১৪ কোটি টাকা নিয়ে উধাওয়ের পর আটকের ঘটনায় গভীর রাত পর্যন্ত টাকা ফেরতের দাবিতে থানায় অবস্থান নিয়েছেন গ্রাহকরা।


২৪ ডিসেম্বর, মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অবস্থান নেয় কয়েকশ গ্রাহক।


পরে এনজিও মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী গ্রাহকরা।


এর আগে, মঙ্গলবার দুপুরে জেলা শহরের শান্তিমোড় এলাকায় নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ও মালিক মতিউর রহমানকে আটক করে গ্রাহকরা। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাকে থানায় নিয়ে যায়।


জানা যায়, ২০১০ সাল থেকে শুধুমাত্র সমাজসেবার লাইসেন্স নিয়ে ভুয়া এনজিও খুলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও মালিক মতিউর রহমান। ১০ হাজার গ্রাহকের প্রায় ১৪ কোটি টাকা আত্মসাৎ করে গত দুই মাস ধরে লাপাত্তা ছিলেন তিনি। পরে মঙ্গলবার অফিসে পেয়ে তাকে টাকার দাবিতে আটক করে গ্রাহকরা।


আটককৃত এনজিও মালিক মতিউর রহমানের বিরুদ্ধে সকল প্রকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে নেয়া হবে বলে জানায় পুলিশ।


বিবার্তা/লিটন/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com