
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামীর বাংলাদেশে উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে এলাকাভিত্তিক যে বৈষম্য করা হয়েছে এগুলো আর থাকবে না। বরং যে অঞ্চলে ইতিপূর্বে উন্নয়নমূলক কার্যক্রম কম হয়েছে সেখানে এখন কার্যক্রম বৃদ্ধি করা হবে। বিগত সময়ে উত্তরবঙ্গের মানুষ আশানুরূপ উন্নয়ন পায় নি বরং উন্নয়ন কেবল কিছু নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে হয়েছে। যে এলাকায় নেতা ছিলো সে এলাকায় উন্নয়ন হতো, যে এলাকায় নেতা নাই সে এলাকায় উন্নয়ন হতো না। এই এলাকাভিত্তিক বৈষম্য আর থাকবে না।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেটে সর্বস্তরের দিনাজপুরবাসীর আয়োজনে আয়োজিত জনসভায় এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা বলেন, আমি নিশ্চিত করতে চাই, যেহেতু বেশিরভাগ স্থানীয় উন্নয়ন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে হয়ে থাকে, আমার মন্ত্রণালয় থেকে আমরা বিশেষভাবে উত্তরবঙ্গে উন্নয়ন কার্যক্রমে গুরুত্ব আরোপ করবো। এছাড়াও দীর্ঘমেয়াদী উন্নয়নের অংশ হিসেবে উত্তরবঙ্গে শিল্প-কারখানা স্থাপন ও বিনিয়োগের জন্য সরকারের উচ্চ পর্যায়ে কথা বলবো। কেননা কর্মসংস্থান ছাড়া একটি অঞ্চলের উন্নয়ন সম্ভব না।
এসময় খানসামা উপজেলা পরিষদে লাইব্রেরি নির্মাণ এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য ১ কোটি টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগে এদিন দুপুরে উপজেলা খানসামা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে হেলিকপ্টার যোগে পৌঁছান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া । এরপর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হলরুমে গরীব ও দুস্থদের মাঝে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন উপদেষ্টা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিক আহমেদ, ওসি নজমূল হক প্রমুখ৷
জাতীয় নাগরিক কমিটির সদস্য ডা.আব্দুল আহাদের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনিসুর রহমানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিবার্তা/জামান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]