শিরোনাম
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।


মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজারের মোল্লারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন।


নিহতরা হলেন- সোনারগাঁয়ের আমগতির শহিদুল ইসলামের ছেলে সোহান (২৬) ও একই এলাকার আনিসের ছেলে উজ্জ্বল (৪০)। এ ঘটনায় মিঠু নামে আরও একজন আহত হয়েছেন।


আহত মিঠু বলেন, আমরা তিনজন মোটরসাইকেলে চড়ে সোনারগাঁ থেকে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোল্লারচরে এলে একটি নসিমন আমাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহান ও হাসপাতালে আনার পর উজ্জ্বল মারা যায়।


এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, একটি সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। এখন পর্যন্ত নিহতদের পরিবারের কোনো অভিযোগ পাইনি। ঘাতক নসিমনটি আটকের চেষ্টা চলছে।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com