
বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় ১০ নিবন্ধিত জেলে পরিবারের মাঝে বিনামূল্যে ৪০টি উন্নত জাতের ছাগল প্রদান করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে এসব ছাগল প্রদান করা হয়।
প্রতিটা জেলেকে ৪টি করে উন্নত জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রুপায়ন দেব ছাগল বিতরণ উদ্বোধন করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লা হিল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা শাহরিয়ার বিন গিয়াস, হিসাবরক্ষণ কর্মকর্তা কাঞ্চন দেব, আইসিটি কর্মকর্তা সুব্রত দাস, ক্ষেত্র সহকারী বাবুল আব্দুল গফুর অতিথি ছিলেন।
এ বিষয়ে লামা উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, শুষ্ক মৌসুমে যখন মাছ ধরা বন্ধ থাকে, তখন জেলেরা অর্থ সংকটে পড়েন। তাই বিকল্প জীবিকার জন্য সরকার জেলেদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ১০ পরিবারকে ছাগল দিয়েছেন। এতে করে একদিকে মাতামুহুরী নদীর জীববৈচিত্র সংরক্ষিত হবে অপরদিকে জেলে পরিবারগুলো এ ছাগল পালনের পর তা বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন।
বিবার্তা/আরমান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]