লামায় মুক্তিযোদ্ধার জায়গা জবর দখল চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩
লামায় মুক্তিযোদ্ধার জায়গা জবর দখল চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলায় মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের জায়গা জবর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) লামা প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধার পরিবার এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।


সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধার সন্তান মো. জামাল উদ্দিন। এ সময় মুক্তিযোদ্ধার স্ত্রী রাবেয়া খাতুনসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।


মুক্তিযোদ্ধার স্ত্রী রাবেয়া খাতুন প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্যে বলেন, খলিলুর রহমান ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। এরপর সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক সনদপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা তিনি। রাবেয়া খাতুন মুক্তিযোদ্ধার স্ত্রী, তার ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। বসবাস করেন লামা সদর ইউনিয়নের নুনারঝিরিতে। ২০০৫ সালের ২৩ জুন বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মারা যান। সেই থেকে তিনি ছেলে-মেয়েদেরকে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করে আসছেন। মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের নামে উপজেলার ২৯৩ নং ছাগল খাইয়া মৌজায় (পুনর্বাসন) আর/১০৬ নং হোলিং মূলে মিরিঞ্জা এলাকায় ৫ একর ৩য় শ্রেণীর জায়গা আছে।


বন্দোবস্তি প্রাপ্তির পর থেকে এ জায়গা দখলেও আছেন মুক্তিযোদ্ধা পরিবার। সম্প্রতি জায়গার মূল্য বেড়ে যাওয়ায় একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের জায়গা জবর দখলের উদ্দেশ্যে একের এক এক হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার ঘটনা থানায় অভিযোগও করা হয়।


পুলিশ সরেজমিন ঘটনার সত্যতা পেলেও অজ্ঞাত কারণে অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। বরং হামলাকারীরা উলটো মুক্তিযোদ্ধার জায়গায় স্থাপিত মিরিঞ্জা ভ্যালি সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করেছেন। পুলিশ এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বাদী হয়ে থানায় একাধিক সাধারণ ডায়েরীও করেন। মিরিঞ্জা ভ্যালিতে একের পর এক হামলাকারীরা হলেন- সাফায়েত হোসেন রাসেল, আনোয়ার হোসেন, মো. শরীফ, মো. মামুন মিয়া, শওকত আলম, রবিউল ইসলাম খোকা, রুবেল হাসান, রবিউল আলম ইরান, ইউসুফ আলী, মো. মিরাজ মিয়া।


এরা সবাই লামা উপজেলার বাসিন্দা। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জন হামলার ঘটনায় জড়িত রয়েছেন। জায়গা রক্ষা ও বার বার হামলার হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মুক্তিযোদ্ধা স্ত্রী রাবেয়া খাতুন।


বিবার্তা/নুরুল করিম/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com