
জোরপূর্বক জমি দখল চেষ্টার প্রতিবাদে বান্দরবান জেলার লামা উপজেলায় এক আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষক পরিবার।
২৩ ডিসেম্বর, সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সরই ইউনিয়নের লম্বাখোলা গ্রামের বাসিন্দা কৃষক নুর আহমদ পরিবারের সদস্যরা মকবুল আহমদ নামের এক আইনজীবীর বিরুদ্ধে এ মানববন্ধন করেন।
এতে ভুক্তভোগী নুর আহমদ বলেন, উপজেলার সরই ইউনিয়নের ৩০৩নং ডলুছড়ি মৌজার লম্বাখোলা এলাকায় আমার ৬ একর জায়গা আছে। দীর্ঘ বছর ধরে এ জায়গা বহু কায়িক শ্রম ও অর্থ ব্যয়ে আমি পরিবার পরিজন নিয়ে ভোগ করে আসছি। গত কয়েক বছর ধরে এ জায়গা আইনজীবী মকবুল আহমদের দাবি করে দফায় দফায় মামলা, হামলা ও আমার বসতঘর ভাঙচুর লুটপাট করেন। এ নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলা চলমান। বাকী মামলা ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আইনজীবী মকবুল আহমদের নেতৃত্বে বহিরাগত ৪০-৪৫ জন সংঘবদ্ধ হয়ে জোর পূর্বক আমার সৃজিত ২ একর জমির ধান কেটে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় নুর আহমদরা বাধা দিলে হত্যার হুমকি দেয়। পরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে আইনজীবী মকবুল আহমদরা পালিয়ে যেতে বাধ্য হয়।
তিনি আরো বলেন, এর আগেও জায়গা জবর দখলের লক্ষ্যে একের পর এক মিথ্যা অভিযোগ তুলে মামলা, হামলা, জমির ফসল ও বসতঘর ভাঙচুর লুট করেন আইনজীবী মকবুল আহমদরা। আমি আইনজীবী মকবুল আহমদ কর্তৃক অব্যাহত মিথ্যা মামলা, হামলা, ফসল ও বসতঘর ভাঙচুর লুটপাট থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আইনজীবী মকবুল আহমদ বলেন, নুর আহমদই আমার নামীয় ভোগদখলীয় জমি জবর দখলের চেষ্টা করছেন।
বিবার্তা/আরমান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]