
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ হয়েছে।
২২ ডিসেম্বর, রবিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির এক অভিযানে এসব ডিসপ্লে আটক করা হয়।
৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাস্থ বিজিবির সংকুচাইল বিওপির অভিযানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনী মাঠ নামক স্থান হতে এক কোটি পাঁচ হাজার টাকা মূল্যের ১৯১১ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং ৫০ পিস ভারতীয় থ্রি-পিস জব্দ করে।
এছাড়া পৃথক এক অভিযানে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার অন্তর্গত বড়জ্বালা বিওপি কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সীমান্তের আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মতিনগর নামক স্থান হতে ৫২ কেজি ভারতীয় গাঁজা মালিকবিহীন অবস্থায় জব্দ করে।
বিবার্তা/আকঞ্জি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]