
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক নজরুল ইসলাম গাইবান্ধার সাঘাটা উপজেলার পাখিমারা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় শ্রমিকেরা জানান, নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের গঙ্গানগর ব্রিজের পাইলিংয়ের কাজ করার সময় সকাল সাড়ে ১১ টার দিকে। পাশে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে লোহার পাইপ হেলে পড়ে কানেক্টেড হয়ে যায়। এতে নজরুল ইসলাম নামে এক শ্রমিক গুরুতর আহত হলে। সাথে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎস তাকে মৃত বলে ঘোষনা করেন।
নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]