পঞ্চগড়ে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২৬
পঞ্চগড়ে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকায় মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আদিফা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৭নং হাড়িভাষা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আদিফা আক্তার ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আনারুল মিয়ার মেয়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ট্রাক্টরটি কৃষি জমি থেকে মাটি কেটে তা আনারুলের বাড়িতে নিয়ে আসছিল। বাড়ির উঠানে বসে শিশুটি খেলছিল। এ সময় ট্রাক্টরটি পেছন থেকে শিশু আদিফাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি ইউ ডি মামলা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/বিপ্লব/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com