
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ছলিমগঞ্জ ইউপির বড়াইল গ্রামের দাশপাড়ার উরেন্দ্র দাশের বাড়ির একচালা টিনের ঘরের ভিতর বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে পুলিশ। এসময় আরো একজন পালিয়ে যায়।
২৩ ডিসেম্বর, মঙ্গলবার ভোররাত ৪:৪০ ঘটিকার সময় এসআই আবদুল মোনাফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এক বিশেষ অভিযানে তাকে আটক করেন।
এসময় তার থেকে ২৫ বোতল ফেনসিডিল , ৩৮ বোতল গ্রাইন বোটকা (বিদেশি মদ), ১২ বোতল Signature (বিদেশি মদ), ৪৬ বোতল Mcdowells (বিদেশি মদ),১ কেজি গাঁজা, ৪ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, অপু মিয়া (২৪), নবীনগর উপজেলার ছলিমগঞ্জ ইউপি বড়াইল গ্রামের কলেজ পাড়া (দাশ পাড়া) খলিলুর রহমানের ছেলে। পলাতক অন্যজন হলেন, একই এলাকার আশিক আহাম্মদ (২৯), পিতা- খলিলুর রহমান।
অভিযান পরিচালনাকারী নবীনগর থানার কর্মকর্তা এসআই মো. আবদুল মোনাফ জানান, নবীনগর থানায় আসামিদের বিরুদ্ধে ২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়ের করা হয় এবং জব্দকৃত আলামত নবীনগর থানা হেফাজতে রাখা হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]