কুড়িগ্রামে
প্রান্তিক ও দলিতদের আইনি সহায়তা সহজলভ্য করতে মতবিনিময় সভা
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৭
প্রান্তিক ও দলিতদের আইনি সহায়তা সহজলভ্য করতে মতবিনিময় সভা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে প্রান্তিক ও দলিত জনগোষ্ঠীর আইনি সহায়তা সহজলভ্য করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


টিডিএইচ সভাকক্ষে হেকস্-এর সহযোগিতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি কুড়িগ্রাম এ সভার আয়োজন করে।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মোছা. শারমিন আক্তার । হেকস্ বাংলাদেশ এর প্রতিনিধি সাইবুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মজনু মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, পিপি বজলুর রশিদ, জজকোর্ট এর আইনজীবী এস এম আব্রাহাম লিংকন, মহিদেবের নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার হেকস্ বাংলাদেশ এর হাসিনা মিয়াজী,মানবাধিকার কর্মী মানিক চৌধুরী,নারী নেত্রী সুব্রতা রায় প্রমুখ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেকস্ বাংলাদেশ-এর পাপন সরকার। সভায় প্রান্তিক ও দলিত জনগোষ্ঠীর আইনি সহায়তা সহজলভ্য করতে বিস্তারিত আলোচনা করা হয়।


বিবার্তা/বিপ্লব/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com