টাঙ্গাইলে লাইভে ‘জুবায়েরপন্থী’ বলায় সাংবাদিকের উপর হামলা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ২২:১৩
টাঙ্গাইলে লাইভে ‘জুবায়েরপন্থী’ বলায় সাংবাদিকের উপর হামলা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে জুবায়ের পন্থীদের নানা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি ডিবিসি টিভিতে লাইভ দেওয়ার সময় ডিবিসি নিউজের সাংবাদিক সোহেল তালুকদারের উপর হামলা করেছে জুবায়ের পন্থীরা। এসময় সহকর্মী সোহেল তালুকদারকে বাঁচাতে গিয়ে ৬ সাংবাদিক আহত হয়।


২২ ডিসেম্বর, রবিবার বিকেলে জেলা প্রশাসকের অফিসের সামনে এ ঘটনা ঘটে ।


জানা গেছে, টঙ্গীর ইজতেমা ময়দানে জুবায়ের পন্থীদের উপর হামলার ঘটনায় জড়িত টাঙ্গাইলে স্বাদপন্থীদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন মসজিদে তাদের কার্যক্রম বন্ধসহ বিভিন্ন দাবি উল্লেখ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি জমা দিতে যান শত শত জুবায়ের পন্থীরা। একপর্যায়ে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা দেন।


এমন খবরে ডিবিসি নিউজের প্রতিনিধি সোহেল তালুকদার লাইভ দেন। লাইভ চলাকালে জুবায়েরপন্থী শব্দ বলায় তার উপর হামলা করে জুবায়ের সমর্থকরা। এ সময় চ্যানেল টুয়েন্টি ফোর এর প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস এর টাঙ্গাইল প্রতিনিধি অলক কুমার, বিডিনিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি মোল্লা তোফাজ্জল হোসেন ও ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান আহত হয়।


আহত সাংবাদিক অলক কুমার বলেন, এ ঘটনায় আমি হতভম্ব। কিছু বোঝার আগেই জুবায়েরপন্থীরা সন্ত্রাসীদের মত সাংবাদিকদের উপর হামলা করেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও সহ-সভাপতি মো. নাসির উদ্দিন।


বিবার্তা/বাবু/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com