
নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নাগরারহাট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে হুমায়ুন কবীর (৩৫) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ভাতিজা তন্ময় জানান, ঘটনার দিন রাতে বাড়িসংলগ্ন মসজিদের মাঠে বিএনপিকর্মী হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিল। রাত ১১টার দিকে হুমায়ুনের পরিচিত দুজন যুবক হুমায়ুনের সঙ্গে গোপন কথা বলার জন্য খেলার মাঠের অদূরে মসজিদের দিকে ডেকে নিয়ে যায়। এরপরই গুলির শব্দ শুনতে পান মাঠে থাকা তন্ময়সহ অন্যরা। এ সময় তন্ময় এগিয়ে গেলে তাকেও গুলি ছুড়লে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। এতে সবাই আতঙ্কিত হয়ে পড়লে দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ হুমায়ুনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বলেন, ওই যুবকের মাথায় ও বুকে দুটি গুলিবিদ্ধ হয়েছিল। তাকে মৃত ঘোষণার পরও তার স্বজনেরা লাশ নিয়ে ঢাকার পথে রওনা হন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী হুমায়ুনকে নিজ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।
বিবার্তা/কামরুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]