বর্ষবরণ ও বর্ষবিদায় দিনে
পাঁচ দিনের সরকারি ছুটিসহ পরীক্ষার তারিখ বাতিলের দাবি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫২
পাঁচ দিনের সরকারি ছুটিসহ পরীক্ষার তারিখ বাতিলের দাবি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এসএসসি পরীক্ষার তারিখ বাতিল ও ৫ দিনের সরকারি ছুটির দাবি করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ব্যানারে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।


রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পাহাড়ের বসবাসরত জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বর্ষবরণ ও বর্ষবিদায় দিনে ২০২৫ সালের এসএসসির রুটিন প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। একই পাহাড়ে গণতন্ত্র বিশ্বাস করলে সকল জনগোষ্ঠীদের কথা ভাবনা ও অধিকার বাস্তবায়নের সরকারের কাজ করা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন বক্তারা।


এক দেশে দুই নীতি বর্তমান সময়ে বাস্তবায়ন করা হচ্ছে দাবি করে পার্বত্য চট্টগ্রাম বহু ভাষা-ভাষীর মিলন মেলায় দাবিকৃত তারিখের পরীক্ষা বাতিল করে শান্তিপূর্ণ ও সামাজিক সর্ব বৃহত্তম অনুষ্ঠান পালনে ৫ দিনের সরকারি ছুটি ঘোষণা করেন মানববন্ধনকারীরা।


বক্তব্যে তারা অভিযোগ করেন, সময়ে সাথে সাথে সকল জাতির ধর্মের জনগোষ্ঠীর মানুষের উৎসবের তোয়াক্কা না করে পরীক্ষার রুটিন প্রকাশ বৈষম্যের প্রকাশের অংশ বলেও তারা জানান।


সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী চহ্লাপ্রু মারমার সভাপতিত্বে সাধারণ শিক্ষার্থী উক্যনু মারমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী নিলাঅং মারমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাম্রাসাই মারমা, বাংলাদেশ ইউনিভার্সিটি শিক্ষার্থী সাচিং মারমা, এসএসসি পরীক্ষার্থী অনিন্দা চাকমা, সুনেশ চাকমা প্রমুখ।


বিবার্তা/মামুন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com