
দিনাজপুরের খানসামা উপজেলায় চালককে অচেতন করে উপজেলা পরিষদ চত্বর থেকে ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে সেই চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
নরেশ রায় (৪৫) নীলফামারী সদর উপজেলার সোনারায় কাজিরহাট এলাকার হরিশ চন্দ্র রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, উপজেলা হিসাবরক্ষণ অফিসের সামনে সকাল থেকেই সেই অটোচালক ঘুমাচ্ছিলেন। এক পর্যায়ে অসুস্থ মনে করে তাকে কয়েকজন ডেকে তুলেন।
এরপর তিনি জানান, তার ইজিবাইক, টাকা-পয়সা ও মোবাইল চোরেরা নিয়ে গেছে।
অটোচালক নরেশ রায় বলেন, আজ সকালে শ্বশুরের কাছে টাকা আনতে খানসামা যাবে বলে দুইজন যাত্রী আমার অটোতে উঠেন। এরপর থেকে আর আমার কিছু মনে পড়ছে না। উপার্জনের একমাত্র সম্বল টি হারিয়ে কীভাবে দিনাতিপাত করব জানি না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিক আহমেদ মুঠোফোনে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। উপজেলা পরিষদের সিসিটিভি ফুটেজ চেক করা হবে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/জামান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]