
দিনাজপুরের খানসামা উপজেলায় আহত অবস্থায় একটি বাজপাখিকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাণীসম্পদ অফিসের সামনে পাখিটিকে পরিচর্যা করে অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা তমিজুল হক, আরডিও রেজাউল করিম, বন কর্মকর্তা মঞ্জুরুল কাদের প্রমুখ।
জানা যায়, এদিন সকালে উপজেলার খামারপাড়া ইউনিয়নের হকেরহাট ফকিরপাড়া এলাকার একটি পুকুরে মাছ শিকার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় পাখিটিকে উদ্ধার করে বন বিভাগ। পরবর্তীতে উপজেলা প্রাণীসম্পদ অফিসে পাখিটিকে পরিচর্যা করে অবমুক্ত করা হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ বলেন, স্থানীয়দের সহায়তায় একটি আহত বাজপাখিকে উদ্ধার করা হয়। পাখিটির শরীরে প্রচণ্ড ব্যথা থাকায় ব্যথানাশক ইনজেকশন দিয়ে অবমুক্ত করা হয়েছে।
বিবার্তা/জামান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]