কালিহাতীতে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:১৫
কালিহাতীতে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের কালিহাতীতে ডাকাতির প্রস্তুতকালে পিকআপসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।


শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার এ তথ্য জানায়।


গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার চর বনবাড়িয়া গ্রামের গহের আলীর ছেলে শামীম শেখ, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বেলতৈল গ্রামের আমছের আলীর ছেলে আব্দুল লতিফ, একই উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের একাব্বর মিয়ার ছেলে রাসেল মিয়া, ভূঞাপুর উপজেলার গাব সারা ইউনিয়নের উত্তর চরবাহারী এলাকার রহিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি, নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি গ্রামের সোরহাব আলীর ছেলে খাদেম আলী, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে আব্দুল্লাহ হিল কাফি।


পুলিশের কালিহাতী সার্কেল এ এস পি আব্দুল্লাহ আল ইমরান জানান, ডাকাতির প্রস্তুতিকালে কালিহাতী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে ট্রাকসহ ৬ ডাকাতকে আটক করা হয়েছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র চাপাতি, হাতুড়ি,লাঠি ও ছুরি উদ্ধার করা হয়।


তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এসময় সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বাবু/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com