
নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করেছে থানা পুলিশ।
২১ ডিসেম্বর, শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিংড়া থানার মাদক বিরোধী একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে চার কেজি ওজনের ১০ ফিট উচ্চতার গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী শহীদ হুরু আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার মোল্লা পাড়ার আফসার আলী সরকারের ছেলে শহীদ হুরু (৩৫) তার নিজ বসতবাড়ির আঙ্গিনায় গাঁজার গাছ লাগিয়েছিল। যার ওজন বর্তমানে ৪ কেজি, উচ্চতা ১০ ফিট। পরে গাঁজার গাছটি গোপন তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক জানান, আটককৃত আসামির বিরুদ্ধে সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে এবং এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/রাজু/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]