শিরোনাম
বায়া সেফ হোমের আরও ৬ নারী-শিশু হাসপাতালে
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৪:৪৭
বায়া সেফ হোমের আরও ৬ নারী-শিশু হাসপাতালে
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহীর পবা উপজেলার বায়ায় অবস্থিত সরকারি সেফ হোমের আরও ৬ নারী-শিশুকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন রাশিদা (৩০), আম্বিয়া (৪০), অজিফা (১৮), পারভিন (৩০), কুলসুম (৮) ও তানিয়া (৬)।


হাসপাতালের জরুরি বিভাগে কতর্ব্যরত চিকিৎসক মাহবুব আলম জানান, শনিবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তারা এখন হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।


এর আগে শুক্রবার রাতে ওই সেফ হোমের ১৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরও আগে গত বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মিনতি রানী (২৫) নামে এক নারী।


খবর পেয়ে শনিবার সকালে সমাজসেবা অধিদফতরের পরিচালক জুলফিকার হায়দার সেফ হোমটি পরিদর্শন করেছেন। এদিকে একের পর এক হেফাজতি অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছে স্থানীয় প্রশাসন।


বিষয়টির কারণ উদঘাটনে রাজশাহীর জেলা প্রশাসক তিন সদস্য বিশিষ্ট একটি মেডিক্যাল টিম গঠন করে দিয়েছেন। শনিবার সকালেই এই টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সেফ হোমের পরিচালক আবু তাহের।


তিনি দাবি করেছেন, সেফ হোমে যারা আছেন, তাদের সবাই মানসিক প্রতিবন্ধী। এ কারণে নোংরা পানি পান করায় এদের মধ্যে থেকে কেউ একজন প্রথমে ডায়রিয়ায় আক্রান্ত হন। এখন সেটি ছড়িয়ে পড়ছে অন্যদের মাঝেও।


তবে স্থানীয়দের অভিযোগ, সেফ হোমের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে হেফাজতিদের খাবার সরবরাহ, চিকিৎসা প্রদান ও পথ্য সরবরাহে নানা অনিয়ম করছেন। তাদের সরবরাহকৃত খাবারও অত্যন্ত নিম্নমানের। এছাড়া তারা হেফাজতিদের বিভিন্নভাবে নির্যাতনও করে থাকেন। তাদের রাখা হয় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। এ জন্য তারা অসুস্থ হয়ে পড়েছেন।


বিবার্তা/রিমন/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com