
ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর আনন্দপুর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জন আহত হয়েছেন।
২১ ডিসেম্বর, শনিবার ভোরে ঢাকার একটি মাহফিল থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকার বাইতুল মোকাররম মসজিদ ময়দানের মাহফিল শেষে ফেনীর পরশুরামে যাওয়ার পথে শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বাসের যাত্রীরা পরশুরাম উপজেলার সলিয়া, চিথলিয়া, মির্জানগর ও বক্সমাহমুদ ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঢাকা থেকে রিজার্ভ করা বাসটি ড্রাইভারের অপরিচিত রাস্তা ও কুয়াশায় আচ্ছন্ন থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ জানান, ভোরে বাসটি দুর্ঘটনায় পতিত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]