শিরোনাম
নড়াইলে বিজয় উৎসব ও শীতকালীন কবিতা পাঠের আসর অনুষ্ঠিত
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:১৩
নড়াইলে বিজয় উৎসব ও শীতকালীন কবিতা পাঠের আসর অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে নবীন-প্রবীণ কবিদের অংশগ্রহণে বিজয় উৎসব ও শীতকালীন কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২১ ডিসেম্বর) সকালে কথা সাহিত্য পরিষদের উদ্যোগে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) স্কুল মিলনায়তনে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।


অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক প্রবীণ কবি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন-প্রবীণ কবিরা আবৃত্তি করেন। আবৃত্তিতে অংশগ্রহণ করেন 'গাঁয়ের কবি' বিপুল বিশ্বাস, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক কবি উজির আলী, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের প্রধান শিক্ষক ইউনুস শেখ, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর কবি ও চিত্রশিল্পী তন্দ্রা মুখার্জি, আমাদা দাখিল মাদরাসার শিক্ষক কবি আমিনুল ইসলাম কাইয়ূম, ইসলামাবাদ দাখিল মাদরাসার শিক্ষক কবি টিপু সুলতান, চন্দ্রকথা সাহিত্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি সবুজ সুলতান, পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কবি মিজানুর রহমান, কবি সৈয়দা তরিকা সুলতানা লতা, চন্দ্রকথা পত্রিকার সাহিত্য সম্পাদক স্কুল শিক্ষক অনুমিতা জয়াসহ প্রমুখ।


কথা সাহিত্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ নড়াইল জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সৈয়দা তরিকা সুলতানা লতা ও সাধারণ সম্পাদক কবি মিজানুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়।


বিবার্তা/শরিফুল/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com