৯ কোটি টাকার আইস-হেরোইনসহ বাসযাত্রী আটক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮
৯ কোটি টাকার আইস-হেরোইনসহ বাসযাত্রী আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে ৯ কোটি ১৩ লাখ টাকা মূল্যের মাদক দ্রব্যসহ এক বাসযাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শুক্রবার (২০ ডিসেম্বর) ১১টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান মাঝিপাড়া এলাকার মহাসড়কে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। হরসিত রায় জেলার দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ি সুন্দরদিঘী এলাকার দর্মনারায়ণ রায়ের ছেলে।


পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়েনের অধীনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম জানান, সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪৩৪/এমপি থেকে আনুমানিক ৯০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মাঝিপাড়া এলাকায় অবস্থিত চেকপোষ্টে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোয়েল নামক যাত্রীবাহী বাসে তল্লাশি করে হরসিত রায়সহ ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল আইস এবং ৯০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


বিজিবি জানিয়েছে, উদ্ধারকরা মাদকের সর্বমোট সিজার মূল্য নয় কোটি ১৩ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com