
পঞ্চগড়ে বিজিবির চেকপোষ্টে যাত্রীবাহী বাস তল্লাশি করে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল আইস এবং ৯০৫ গ্রাম কোকেনসহ হরসিত রায় (২৫) নামে এক যুবক আটক হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) ১১ টার সময় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান মাঝিপাড়া এলাকায় জাতীয় মহাসড়কে চেকপোষ্ট থেকে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। আটক হরসিত রায় জেলার দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ি সুন্দরদিঘী এলাকার দর্মনারায়ণ রায়ের ছেলে।
রাতে এক সংবাদ বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি সদরদপ্তরে ব্যাটালিয়েনের অধীনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধীনস্থ মাঝিপাড়া বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় উক্ত ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ এর নেতৃত্বে সকাল ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪৩৪/এমপি থেকে আনুমানিক ৯০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মাঝিপাড়া এলাকায় অবস্থিত চেকপোষ্টে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসে মাদক/চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী দোয়েল নামক যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান পরিচালনা করে হরসিত রায়সহ ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল আইস এবং ৯০৫ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সর্বমোট সিজার মূল্য নয় কোটি তের লক্ষ দশ হাজার টাকা।
পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক উক্ত মাদক ক্রিস্টাল আইস ও হেরোইন প্রাথমিক ভাবে নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত ক্রিস্টাল আইস ও কোকেন অধিকতর সনাক্তকরণের জন্য ল্যাবে প্রেরণসহ আটককৃত আসামিকে তেঁতুলিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়েনের অধীনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদক সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]