বাংলাদেশের দিকে আঙুল তুলবেন না : হাবীব উন নবী খান সোহেল
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ২২:১৪
বাংলাদেশের দিকে আঙুল তুলবেন না : হাবীব উন নবী খান সোহেল
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল বলেন, বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে আসবেন না। পৃথিবীর ইতিহাসে কোন দেশ অন্যায়ভাবে অন্য দেশকে কাবু করতে পারে নাই। আমেরিকা পারে নাই ভিয়েতনামকে তেমনি রাশিয়া পারে নাই আফগানিস্তানকে। বাংলাদেশকেও ইনশাআল্লাহ কেউ কাবু করতে পারবে না। বাঙালির দিকে আঙুল তুলবেন না। বাঙালি জানে সেই আঙুল কিভাবে ভেঙে দিতে হয়। এই দেশের মানুষ কোন হুমকিতে ভয় পায় না।


তিনি বলেন, শেখ হাসিনা বিগত কয়েক বছর কী করেছেন তা মানুষ দেখেছে। দুর্নীতি করে সারা দেশের সমস্ত ব্যাংকের টাকা শেষ করে দিয়েছে। দেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগের নেতারা। এক লক্ষ আশি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আপনার পরিবার। পদ্মা সেতুতে খরচ করেছেন ত্রিশ হাজার কোটি টাকা। স্যাটেলাইটের দুর্নীতি টাকা এখন মহাশূন্যে ঘুরছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের মারধর ও হাজার হাজার কর্মীদের গুম, খুন করেছেন। ইলিয়াস আলীর মতো আরো শত নেতাদের গুম করে মেরে ফেলেছেন। কী জবাব দিব তাদের সন্তানদের কাছে। আপনার পিতার জন্য আপনার যেমন মায়া তাদের জন্যও তো তাদের পরিবার আজ ও চোখের জল ফেলে। বিএনপি করার অপরাধে আমাদের নেতাকর্মীদের আটক, গুম করেছেন।


২০ ডিসেম্বর, শুক্রবার কুমিল্লা বুড়িচং উপজেলা ষোলনল ইউনিয়ন বিএনপি’র বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল এসব কথা বলেন।


সমাবেশের উদ্বোধন করেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।


বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেনের সভাপতিত্বে বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ষোলনল ইউনিয়ন বিএনপি’র সভাপতি সালেহ আহমদ ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ।


এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম খোকন,


বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর আলম, গাজীউল হাসান খান, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফারুক আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট শরিফুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ ভিপি আব্দুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, কিশোরগঞ্জ বিএনপি ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলীম, ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া। এসময় জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


বিবার্তা/আল মামুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com