হাকিমপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ২০:২৫
হাকিমপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগান কে সামনে রেখে মনশাপুর-ইশবপুর যুব সমাজের উদ্যোগে আনন্দমুখর পরিবেশে ডবল গরু ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে দাউদপুর একাডেমি ও রানার্সআপ হয়েছে বাংলাহিলি।


২০ ডিসেম্বর, শুক্রবার বিকেলে আলিহাট ইউনিয়নের মনশাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


বিকেল ৩:৩০ মিনিটে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা জাতীয় পতাকা হাতে মাঠে প্রবেশ করে, এরপর মাইকে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় ফুটবল প্রেমি পুরুষ ও নারী দর্শকে। খেলোয়াড়দের সাথে কুশল বিনিময়ের পর টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারি রাজিউর রহমান পলাশ, থানা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, হযরত আলী সরদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞা, তদন্ত ওসি এস এম জাহাঙ্গীর আলম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সবিরুল ইসলাম, আয়োজক কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মো. ইমরান আলী, ইউপি সদস্য সানোয়ার হোসেন লেবু, সাখাওয়াত হোসেন এবং আয়োজক কমিটির সদস্য আল-আমীন, সাজ্জাদ হোসেন, সাজু মিয়া।


আনন্দদায়ক খেলাটির ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান আসাদ।


খেলার অতিথিবৃন্দ বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিনোদনের উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানায়।


আজকের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে দাউদপুর একাডেমি ও বাংলাহিলি একাদশ।


নির্ধারিত সময় শেষে খেলায় সমতা থাকায় ট্রাইবেকারে দাউদপুর একাডেমি বাংলাহিলি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে গরু তুলে দেন অতিথিবৃন্দ।


বিবার্তা/রব্বানী/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com