
পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বর্জন করেছে পরীক্ষার্থীরা। একই সাথে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালনসহ পরীক্ষা কেন্দ্রে থাকা কর্মকর্তা ও কর্মচারীদেরকে তার অবরুদ্ধ করে রাখেন।
২০ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০ টায় ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী পদের নিয়োগ পরীক্ষা পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পরে তোপের মুখে পরীক্ষা স্থগিত ঘোষণা করেন পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নিয়োগ কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান মন্ডল। প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে পরীক্ষা শুরুর ১৫ মিনিট পরে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা।
এসময় প্রায় তিন ঘণ্টা ওই পরীক্ষা কেন্দ্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। এদিকে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নতুন করে স্বচ্ছভাবে পরীক্ষা গ্রহণসহ ৭ দফা দাবি পেশ করেন পরীক্ষার্থী।
বিবার্তা/গোফরান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]