
পঞ্চগড়র সদর উপজেলার সেনপাড়া সীমান্ত এলাকা থেকে আবু রায়হান ওয়াসিম (১৭) নামে এক কিশোরকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশােরকে টােকাপাড়া ক্যাম্পের বিজিবির কাছে ফেরত দেয় ভারতীয় বিএসএফ ।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমানার মেইন পিলার ৭৪৬ এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র ৪৬ ব্যাটালিয়নের গােড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা। এদিকে ধরে নিয়ে যাওয়া যুবককে দেশে ফেরত চেয়ে কােম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানান বিজিবি।
আটক কিশোর আবু রায়হান ওয়াসিমের বাড়ি সদর উপজলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকায়। সে ওই এলাকার রেজাউল করীমর ছেলে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ান সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ানের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত এলাকা দিয় ৪-৫ জন কিশাের ভারতের সীমান্তে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র ৪৬ ব্যাটালিয়ানের গােড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। সবাই পালিয়ে এলেও বিএসএফ'র হাতে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গােড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এস.এম. মাসুদ পারভেজ জানান, এ বিষয়ে সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন । আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালত উপস্থিত করবেন বলে জানান তিনি।
বিবার্তা/বিপ্লব/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]