এসএসসির রুটিন পরিবর্তনসহ পাঁচ দিনের ছুটির দাবি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:২০
এসএসসির রুটিন পরিবর্তনসহ পাঁচ দিনের ছুটির দাবি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসাবি উৎসবের দিনে নির্ধারিত এসএসসি পরীক্ষার রুটিনের তারিখ পরিবর্তনসহ ৫ দিনের ছুটির দাবি জানিয়ে পাহাড়ের শিক্ষার্থীসহ দুটি সংগঠন।


পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা সমর্থিত) পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এর আয়োজিত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালন করা করে।


নতুন রুটিন প্রকাশ এবং পাহাড়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসাবি উৎসব উদ্‌যাপন উপলক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ দিন সরকারি ছুটির দাবি জানিয়ে পিসিপি হিল উইমেন্স ফেডারেশন ও বিভিন্ন স্কুলের এসএসসি শিক্ষার্থীরা।


এতে খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ধনরঞ্জ ত্রিপুরার সঞ্চালনায় এতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মায়া চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনোতোষ ত্রিপুরা, সহ সাধারণ সম্পাদক পিন্টু চাকমা প্রমুখ।


বিবার্তা/মামুন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com