
খাগড়াছড়িতে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে খাগড়াছড়ি-আলুটিলা পূর্নবাসন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায়। এতে ২০ জন আহত হন। তারা সবাই রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আহতরা ঢাকা ট্যুর গ্রুপের অ্যারেঞ্জমেন্টে গোমতি গোল্ডেন এক্সপ্রেস গাড়িতে করে সাজেকের উদ্দেশে যাচ্ছিলেন।
খাগড়াছড়ি কর্তব্যরত চিকিৎসক মীর মোশারফ হোসেন জানান, ভোরে দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ২/১ ছাড়া কেউ গুরুতর নন। আশাকরি এখানে তাদের চিকিৎসা দেয়া যাবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]