
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জামাদিসহ উপজেলার ইটাই গ্রামের বাঁশঝাড় থেকে দুই জনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাতক আসামিসহ প্রকাশ্য জুয়া খেলার অপরাধ আইনে মামলা দায়ের পূর্বক আটক আসামিদের আদালতে প্রেরণ করেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামে বাঁশঝাড়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞা।
আটক আসামি উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামের চান মিয়ার ছেলে ফরহাদুল ইসলাম (৩০) অপর জন একই গ্রামের মৃত ওয়াজ উদ্দিন মন্ডল এর ছেলে আমিন মন্ডল (৬০) এবং পলাতক আসামী এনামুল হক ওরফে আনাম (৪০)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞা জানান, দীর্ঘ দিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জনৈক এনামুল হক ওরফে আনাম রাতের আধারে জুয়া আসর জমাই এমন অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে হাকিমপুর থানার এসআই সুমন কুমার, এসআই মিজানুর রহমান, এএসআই হাফিজুর রহমান, মাসুদ রানা, শেখ সাদি সহ সঙ্গীয় ফোর্স থানার ইটাই গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী (গুটি, ডাব্বু, ফরদি, রেক্সিন কাগজ, নদগ অর্থ এক হাজার সাত শত ছিয়াত্তর টাকা সহ দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
পরে পুলিশের এসআই সুমন মিয়া বাদী হয়ে আটক দুই জন সহ পলাতক আসামি এনামুল হক ওরফে আনাম এবং অপরিচিত ৬-৭ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]