
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত 'পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা' শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণকারী ৬২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলায় বসবাসরত পুলিশ মুক্তিযোদ্ধাগণকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে ড্রিল সেডে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা যুদ্ধে বীর পুলিশ সদস্যদের আত্মত্যাগ, অসম সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করার লক্ষ্যে এ সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ৬২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাবেদুর রহমান।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাবেদুর রহমান।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিবার্তা/আকঞ্জি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]