
'প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে এ উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যােগে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এ র্যালি বের হয়। এরপর জেলা প্রশাসকের মিলনায়তনে জেলা প্রশাসক মো: দিদারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক মো: সাইফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মতিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সহকারী কমিশনার মো: ইকরামুল হক নাহিদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক গনেশ চন্দ্র নন্দী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: মাইনু উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের বৃত্তি এবং তাদের প্রতিবন্ধী সন্তানদের মধ্যে চেক প্রদান করা হয়। এছাড়া প্রবাসী গমনেচ্ছুদের মাঝে ঋণেল চেক বিতরণ করা হয়।
বিবার্তা/আকঞ্জি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]