শিরোনাম
বোয়ালমারীতে গণকবরে শ্রদ্ধা জানিয়ে যুবলীগ কর্মী গ্রেফতার
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৮
বোয়ালমারীতে গণকবরে শ্রদ্ধা জানিয়ে যুবলীগ কর্মী গ্রেফতার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদদের গণকবরে শ্রদ্ধা জানাতে যাওয়ায় ফরিদপুরের বোয়ালমারীতে মুরসালিন মোল্যা (২২) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


১৭ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান।


সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


মুরসালিন বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের দাউদ মোল্যার ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর কোতয়ালী থানায় পাঠানো হয়েছে।


কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনার মামলায় মুরসালিনকে আদালতে পাঠানো হয়েছে।


খোঁজ নিয়ে জানা যায়, বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের দাউদ মোল্যার ছেলে মুরসালিন হাবাগোবা সহজ সরল প্রকৃতির ছেলে। তার নেই কোনো রাজনৈতিক পদ-পদবি। মুরসালিন বিভিন্ন সময় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সাথে চলাফেরা করতো। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিজয় দিবসে ১০-১২জন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে ঝটিকা মিছিল শেষে শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি জানাতে যায়। সেখানের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।


ওইদিন দিবাগত গভীর রাতে থানা পুলিশ মুরসালিনকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতয়ালী থানায় পাঠায়।


এ ব্যাপারে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান জানান, মঙ্গলবার তাকে ফরিদপুর কোতয়ালী থানায় পাঠানো হয়েছে।


মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে কোতয়ালী থানায় দায়ের হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। বাকি সবকিছু জানতে আদালত থেকে কাগজ তুলে নিন।


বিবার্তা/মিলু/এনএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com