বিজয় দিবসে
পর্যটকে আবারও মুখর কুয়াকাটা, তবে 'আশানুরূপ' নয়
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ২০:০৯
পর্যটকে আবারও মুখর কুয়াকাটা, তবে 'আশানুরূপ' নয়
পটুয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে একদিন ছুটি নিয়ে বিজয় দিবস উপলক্ষ্যে অনেকেই পরিবারের সঙ্গে দর্শনীয় স্থানগুলোতে বেড়াতে গেছেন। তবে এবারের বিজয় দিবসের ছুটিতে পর্যটন নগরী কুয়াকাটার চিত্রটা একটু ভিন্ন। দেশের অন্য পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের চাপ লক্ষ্য করা গেলেও কুয়াকাটায় নেই আশানুরূপ পর্যটক। এতে হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।


সোমবার (১৬ ডিসেম্বর) কুয়াকাটার অধিকাংশ দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়, পর্যটকদের তেমন একটা চাপ নেই। সাপ্তাহিক ছুটির দিনগুলোর মতই স্বাভাবিক পর্যটক রয়েছে কুয়াকাটায়। ট্যুর অপারেটর ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় পর্যটকদের চাপ কিছুটা কম।


প্রতি বছর শীতের আগমনে পর্যটন মৌসুমের শুরু থেকে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকত। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে থাকে উপচেপড়া ভিড়। বিজয় দিবস, বড়দিন, খ্রিষ্টীয় নববর্ষের আনন্দ উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকরা ছুটে আসেন কুয়াকাটায়। কিন্তু এ বছরের চিত্র পুরোটাই ভিন্ন। কিছুটা হতাশ হোটেল-মোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা।


হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল খান বলেন, আমরা আশা করেছিলাম কুয়াকাটায় বিজয় দিবসের ছুটিতে হোটেল-মোটেল রিসোর্টগুলো শতভাগ বুকিং থাকবে। তবে কুয়াকাটার প্রথম শ্রেণির হোটেল ও রিসোর্টগুলোতে ৮০ শতাংশ রুম বুকিং হলেও দ্বিতীয় শ্রেণির ও সাধারণ হোটেলগুলোতে নেই আশানুরূপ পর্যটক।


ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, শীত মৌসুম আগমনের সাথে সাথে পর্যটকদের বাড়তি একটি চাপ থাকে কুয়াকাটা। কারণ বর্ষা মৌসুমে শুধু কুয়াকাটার মধ্যেই বেড়ানো যায়। কিন্তু শীত মৌসুমে কুয়াকাটা সমুদ্র হয়ে প্রায় ১২/১৪টি দ্বীপে ঘুরতে যাওয়া যায়। কিন্তু এ বছর শীত মৌসুম শুরু হলেও এখন পর্যন্ত কুয়াকাটায় কাঙিক্ষত পর্যটকদের দেখা মেলেনি। তবে সামনের দিকে পর্যটকদের ভালো উপস্থিতি হবে বলে মনে করছি।


ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার মো. জিয়াউল আহসান তালুকদার বলেন, প্রতি বছর ডিসেম্বরজুড়ে পর্যটকদের চাপ থাকে। কিন্তু এ বছর খুবই কম। তবে সার্বিকভাবে আমরা তৎপর রয়েছি। বিজয় দিবস উপলক্ষ্যে আমরা বাড়তি নিরাপত্তা জোরদার করেছি। পোশাকে এবং সাদা পোশাকে আমাদের টিম কাজ করছে। পর্যটক কম থাকলেও নিরাপত্তায় কোনো কমতি নেই কুয়াকাটায়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com