
নরসিংদীতে দুই দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।
১৬ ডিসেম্বর, সোমবার সকালে নরসিংদী আরশিনগরস্থ পৌর পার্কে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
এ সময় নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান, জেলা স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমি সরকার রাখী, নরসিংদীর সিভিল সার্জন ডা. আমিরুল হক শামীম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে দুই দিনব্যাপী মেলায় ৫০টি স্টলে নরসিংদীতে উৎপাদিত বিভিন্ন দেশীয় তৈরি পণ্যের প্রদর্শনী করা হয়। এছাড়াও সন্ধ্যায় এই পৌর পার্কে দেশের বিভিন্ন সঙ্গীত শিল্পীবৃন্দ বিজয়ের গান প্রদর্শন করবে। এসময় মেলায় স্টলগুলো বিভিন্ন পণ্য কিনতে ভিড় জমানো দর্শনার্থীরা।
এর আগে, নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এর পরপরই পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
দীর্ঘদিন পর পুস্পস্তবক অর্পণে অংশ নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ। জেলা শাখার সদস্যসচিব মনজুর এলাহীর নেতৃত্ব বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এর আগে, সূর্যোদয়ের সাথে সাথে নরসিংদী কালেক্টরেট ইদগাহ ময়দানে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
বিবার্তা/কামাল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]