বিজয় দিবস উপলক্ষে হিলিতে বিজয় মেলা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৩
বিজয় দিবস উপলক্ষে হিলিতে বিজয় মেলা
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সমাজে নারীরা এখন আর পিছিয়ে নেই. স্বাধীনতার ৫৩ বছরে দেশের অন্যান্য এলাকার নারীদের পাশাপাশি অনেক এগিয়ে রয়েছে সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলার নারীরা। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিজয় মেলা। যেখানে উদ্যোক্তারা তাদের নিজের হাতের তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন।


সোমবার (১৬ ডিসেম্বর) হাকিমপুর উপজেলা প্রশাসন উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপজেলা চত্ত্বরে এক দিনের বিজয় মেলার আয়োজন করে। এই মেলায় উপজেলার হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম ও হিলি উদ্যোক্তার সদস্যরা অংশ গ্রহণ করেন এবং এখানে ২৪টি স্টল রয়েছে তাদের।


এসময় বিজয় মেলার উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সহ অনেক।


নারী উদ্যোক্তারা ঘরে বসে শাড়ি, থ্রি পিস, বুটিকের কাজ, পিঠা পুলি, ব্যাগ, পাপস, পুরুষ ও মেয়েদের হরেক রকমের তৈরি পোষাক,বিভিন্ন প্রকার আচার, উন্নত মানের খাবার তৈরি করছেন। তালিকায় রেখেছেন চাইনিজ খাবারসহ নানান রকমের পিঠা-পুলি। সবার নিজ নিজ ফেসবুক পেজও রয়েছে এসব পণ্যের পোস্ট। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ তৈরি করে পণ্যসামগ্রী প্রচার করেন। বিক্রিও হয় আশানুরূপ। দিন যতো যাচ্ছে, তাদের পরিচিতি বাড়ছে, উদ্যোক্তারা সবাই হতে চান স্বাবলম্বী।


কয়েকজন উদ্যোক্তা বলেন, আমরা নিখুঁতভাবে সব পণ্য বানিয়ে থাকি। অনলাইনে খাবারের অর্ডার পেয়ে থাকি। চাইনিজ জাতীয় সব খাবার তৈরি করি এবং তা ডেলিভারি দেই। অনেক সাড়া পাচ্ছি, আরও এগিয়ে যাবো আশা করছি।


বিজয় মেলাতে বিরামপুর থেকে আসা সুমাইয়া আক্তার বলেন, হিলিতে উদ্যোক্তাদের পণ্য সামগ্রী নিয়ে বিজয় মেলা আয়োজন করা হয়েছে। তাই আমার হাসবেন্ড কে নিয়ে এসেছি। খুব লাগছে মেলাতে এসে। অনেক পণ্য আছে মেলাতে। পছন্দ করে কিছু কেনা কাটা করলাম।


হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার মনি বলেন, আমি ২০০৫ সাল থেকে নিজে নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছি। আমাদের সবার উদ্দেশ্য এক, কীভাবে নিজেকে স্বাবলম্বী করে তুলবো। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকের এই বিজয় মেলায় উপজেলা প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করছে। মেলায় দর্শনার্থীদের আগম দেখে মনে হচ্ছে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারবো।


তিনি আরও বলেন, আমাদের হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের চতূর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আমরা লটারির ব্যবস্থা করা হয়েছে এবং আজকেই ড্র অনুষ্ঠিত হবে।


হিলি উদ্যোক্তা সভাপতি জাকিয়া ডলি বলেন, আমাদের হিলি উদ্যোক্তার এক ঝাঁক উদ্যোক্তা মেলাতে এসেছেন তাদের নিজ হাতে খাদ্য, বস্ত্র সহ পণ্য সামগ্রী নিয়ে।


তিনি আরও বলেন, আমরা নারীরা অবহেলিত নই, আমরা ঘরে বসে বিভিন্ন প্রসাধনীসহ খাবার তৈরি করছি। এগুলো বিভিন্ন ভাবে বিক্রি করে থাকি। এতে আমরা নারী উদ্যোক্তারা স্বাবলম্বী হচ্ছি।


হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, মহাম বিজয় দিবস ২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উদ্যোক্তাদের পণ্য সামগ্রী নিয়ে বিজয় মেলার আয়োজন করেছে। এটি শুধু তাদের উৎসাহিত করার জন্যই আয়োজন করা। খুব ভালো লাগছে এখানে হাকিমপুর হিলির উদ্যোক্তারা তাদের বিভিন্ন পণ্য সামগ্রীর স্টল দিয়েছেন। তারা অনেক কষ্ট করে নিজ হাতে এসব পণ্যসামগ্রী তৈরি করেছেন। আমি ইতিমধ্যে মেলায় অবস্থিত সকল স্টল ঘুরে দেখেছি। আমি আনন্দিত ও গর্বিত যে আমাদের মেয়েরা এতো সুন্দর জিনিস তৈরি করেছেন। তারা আরও এগিয়ে যাবেন বলে আমি আশাবাদী।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com