
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর, সোমবার দিবসটি উপলক্ষ্যে দিনের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টরেট প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। এরপর জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নেতৃত্বে পুলিশ প্রশাসন শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।
পাশাপাশি নেত্রকোণা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রতন কুমার পণ্ডিত বিভিন্ন ইন্সট্রাক্টর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় এবং সকাল ১০ টায় নেত্রকোণা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে ছাত্র-ছাত্রীদের মাঝে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিবার্তা/জনি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]