জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শফিকুল সভাপতি, শান্ত সম্পাদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:২৬
জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শফিকুল সভাপতি, শান্ত সম্পাদক
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নতুন কার্যনির্বাহী পরিষদে এনটিভির ক্যামেরা জার্নালিস্ট শফিকুল ইসলামকে সভাপতি ও চ্যানেল আইয়ের ক্যামেরা জার্নালিস্ট বেলাল হোসেন শান্তকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছে।


১৪ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় কমিটি গঠন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাধারণ সভা শেষে আনুষ্ঠানিকভাবে কমিটি প্রকাশ করা হয়।


টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুরের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, বৈশাখী টিভির সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা, এসএ টিভির ফজলে এলাহী মাকাম, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, মোহনা টিভির ওসমান হারুনী,টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুরের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


এসময় বক্তারা বলেন, টেলিভিশনের ক্যামেরা জার্নালিষ্টরা সবসময় ক্যামেরার পেছনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করে। কিন্তু তাদের নিরাপত্তা ও আর্থিক সুবিধার ক্ষেত্রে টেলিভিশন কর্তৃপক্ষ ও সরকার তেমন কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের জন্য সাংবাদিক ও ক্যামেরা জার্নালিস্টদের সহযোগিতা করার জন্য প্রশাসনসহ সবাইকে বিশেষভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।


পরে সংগঠনটির নবগঠিত কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন প্রধান অতিথি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এনটিভির ক্যামেরা জার্নালিস্ট শফিকুল ইসলামকে সভাপতি ও চ্যানেল আইয়ের ক্যামেরা জার্নালিস্ট বেলাল হোসেন শান্তকে সাধারণ সম্পাদক করে এগারো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি সময় টিভির ক্যামেরা জার্নালিস্ট আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের ক্যামেরা জার্নালিস্ট আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ডিবিসি নিউজের ক্যামেরা জার্নালিস্ট মাশফি আকন্দ, কোষাধ্যক্ষ ইনডিপেন্ডেন্ট টিভির ক্যামেরা জার্নালিস্ট শাওন মোল্লা, দপ্তর সম্পাদক মাছরাঙা টিভির ক্যামেরা জার্নালিস্ট মো. মাসুম মিয়া, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক বাংলা টিভির ক্যামেরা জার্নালিস্ট তৌফিকুল ইসলাম তুর্জ, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আরটিভির ক্যামেরা জার্নালিস্ট মো. মাসুদ রানা, মাইটিভির ক্যামেরা জার্নালিস্ট রাজু মোল্লা, একাত্তর টিভির ক্যামেরা জার্নালিস্ট মো. লিটন মিয়া বাবু।


এছাড়াও সংগঠনের সাধারণ সদস্য হলেন- নাগরিক টিভির ক্যামেরা জার্নালিস্ট মো. রবিউল ইসলাম নিশাত, এসএ টিভির ক্যামেরা জার্নালিস্ট মো. সোহেল রানা, এখন টিভির ক্যামেরা জার্নালিস্ট মাহিম আহম্মেদ, গ্লোবাল টিভির ক্যামেরা জার্নালিস্ট মো. মজিদ হোসেন, রুপসী বাংলা টিভির ক্যামেরা জার্নালিস্ট রাসেদুল ইসলাম।


এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও নৈশভোজের আয়োজন করা হয়।


বিবার্তা/ওসমান/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com