পাবনায় তুষার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:০০
পাবনায় তুষার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
বিক্ষোভ শেষে মানববন্ধন করেন নিহত তুষারের স্বজন ও এলাকাবাসী
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনায় তুহিনুর রহমান তুষার (১৮) হত্যার প্রতিবাদ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৫ ডিসেম্বর) সকালে শহরের রাধানগর ময়দানপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর থানার সামনে মানববন্ধনে মিলিত হয়।


এ সময় নিহত তুষারের স্বজন ও এলাকাবাসী বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে হত্যায় জড়িত প্রকৃত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, তুষার হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, গত ১৭ নভেম্বর রাত নয়টার দিকে শহরের খেয়াঘাট সড়কে বর্ণমালা কিন্ডারগার্টেনের ভেতরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয় তুষার। নিহত তুষার শহরের রাধানগর ময়দানপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে। সে এ বছর জুবলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছিল।


বিবার্তা/পলাশ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com