বিয়ের দাবিতে
সলঙ্গায় প্রেমিকের বাড়িতে অনশনে দুই সন্তানের জননী
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৪
সলঙ্গায় প্রেমিকের বাড়িতে অনশনে দুই সন্তানের জননী
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী অনশনে বসেছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়াশিকার মধ্যে পাড়া গ্রামে প্রেমিক বাবু ড্রাইভারের বাড়িতে অনশন শুরু করেন এই নারী।


প্রেমিক বাবু হাটিকুমরুল ইউনিয়নের চরিয়াশিকার মধ্যে পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। এদিকে স্বামী ও দুই সন্তান রেখে বিয়ের দাবিতে বাবু ডাইভারের বাড়িতে উঠায় এলাকায় চলছে আলোচনা ও সমালোচনা।


ভুক্তভোগী নারী আলপনা খাতুন জানান, ৮ বছর ধরে বাবু ডাইভারের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর তারা একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি বিয়ের কথা উঠলে বাবু ড্রাইভার বিয়ের বিষয়টি এড়িয়ে যান এবং নানা অজুহাতে সময় কাটাতে থাকেন। ঐ নারী আরো বলেন, ‘স্বামী সন্তান রেখে বাবু ড্রাইভারের বাড়িতে এসেছি, যতক্ষণ পর্যন্ত বাবু আমাকে বিয়ে না করবে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকব। আমার জীবন থাকতে এখান থেকে সরে যাব না।’


আলপনা খাতুন সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়াশিকার আকন্দ পাড়া গ্রামের গোলবার হোসেনের মেয়ে।


এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন এখনো অভিযোগ পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/কাইয়ুম/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com